ক্যানবাংলা ইমিগ্রেশনের কর্ণধার, কানাডার স্বনামধন্য ইমিগ্রেশন কনসালটেন্ট, প্রাক্তন সহযোগী অধ্যাপক খুলনা বিশ্ববিদ্যালয় এবং কিং খালিদ বিশ্ববিদ্যালয়, সৌদি আরব , বিশিষ্ট লেখিকা মাহমুদা নাসরিন আগামী ৬ই নভেম্বর ঢাকাস্থ গুলশান ক্লাবে কানাডিয়ান ইমিগ্রেশন বিষয়ক একটি সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন।
তিনি ঐদিন সন্ধ্যা সাড়ে সাতটায় গুলশান ক্লাবের পেইটিও হলে কানাডিয়ান ইমিগ্রেশনের সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করবেন। কানাডার ভিসা এবং ইমিগ্রেশন প্রত্যাশীদের উক্ত অনুষ্ঠানে যোগ দানের আহবান জানানো হয়েছে। অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য মোহাম্মদ কামাল হোসাইন + ৮০১৭০৮১৩২৮২৮ , মাসুদ- +৮৮০১৯৩৭০৬৭৯৬৬ এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, মাহমুদা নাসরিন আগামী ২৫শে অক্টোবর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত ঢাকা এবং খুলনায় অবস্থান করবেন।
ক্যানবাংলা ইমিগ্রেশন সার্ভিসেস, ২০৫/৩০৯৮ ডানফোর্থ এভিনিউ, টরেন্ট, অন্টারিও , কানাডা।
ইমেইল, nasrinmahmuda8@gmail.com, ফোন- +১৬৪৭৬২০৩৮০৪, কামাল- +৮৮০১৭০৮১৩২৮২৮, মাসুদ- +৮৮০১৯৩৭০৬৭৯৬৬

3,217 total views, 12 views today