গতকাল ৬ জুলাই টরন্টোতে শুরু হলো ২ দিনব্যাপি বাংলা বইমেলা। অন্যমেলার আয়োজনে এটা টরন্টো বইমেলার ১৩তম আয়োজন। সকাল সাড়ে এগারোটায় বইমেলা শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় এবারের বইমেলার কার্যক্রম।
প্রথম দিনের আয়োজনের মধ্যে ছিল , উদ্বোধনী অনুষ্ঠান , ডকুমেন্টারী প্রদর্শন ,কবিদের কবিতা আর ছড়া আবৃত্তি ,সাংস্কৃতিক অনুষ্ঠান , আলমপিয়া সংগীত বিদ্যালয়ের পরিবেশনা , সাহিত্য বিষয়ক আলোচনা ও বিশেষ সংগীতানুষ্ঠান।
দুপুর ১২টা থাকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে বইমেলার প্রথম দিনের অনুষ্ঠান। প্রকাশক,দর্শক-শ্রোতার এই মিলন মেলা উপস্থিত সবাই উপভোগ করেন।
আজ ৭ জুলাই দুপুর ১২ টায় শুরু হবে বইমেলায় ২য় দিনের আয়োজন। আপনারা সবাই আমন্ত্রিত।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন