ক’টা দিন কাটিয়ে এলাম আমার নাড়ি পোতা শহর, বংশ পরম্পরার শহর, মরমী গীতিকার বাউল পাগলা কানাই-এর শহর,,, ঝিনাইদহ।
ফিরে চলেছি, মাঝপথে পদ্মা। পাড়ি দিচ্ছি ফেরি যান-এ ভেসে ভেসে। নদীর বুকে ভাসলে পোড়া মন আনমনা হয়ে ওঠে ।
আসলে আমরা সবাই জীবন নামক অথৈ সাগরে নিয়তির ভেলায় চড়ে, নিরন্তর ভেসে চলেছি অজানা গন্তব্যে।
মাঝপথে কত বন্দরে নোঙর ফেলি, কতশত মানুষের ভিড়ে নিজেকে হারাই। পরিচয়,পরিণয় কতকিছু ঘটে। কেউ মনে রাখে, কেউ রাখেনা। কেউ সাথে আসে, কেউ আসে না। কেউবা আবার চলে যেতে বাধ্য হয় নিয়তির অমোঘ নিয়মে।
বুকের অসীম শূন্যতার মাঝে চৈত্রের খরতাপ। বোধ-এর আঙিনায় একতারা হাতে পাগলা কানাই, ,,,,,,

” জিন্দা দেহে মুরদা বসন,
থাকতে কেন পরো না মন।
মন তুমি মরার ভাব জান না,
ওরে মরার আগে না মরলে,
পরে কিছুই হবেনা” ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন