ক্রাইস্টচার্চের রক্তমাখা দিনের মর্মার্থ, অনেক গভীর, অনেক বেদনার এবং সীমাহীন ভালোবাসার,
যে গল্পে স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও নির্ভার দায়িত্ববোধে আততায়ীর হাতে প্রাণ হারিয়েছেন ( হুসনে আরা পারভীন )।
পরিপূর্ণ ভালোবাসার গল্পগুলো সাধারণত বড়োই হয়,
ছোট গল্পে সঠিকভাবে সব কিছু ধারণ করা যায়না ,
ভালোবাসার গল্পগুলোতে আবেগ, অনুভূতি, বেদনা রুমান্স, হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া সবই থাকে ,
ছোট গল্পগুলো হয়তোবা চমকপ্রদ হয় ,
তবে তাতে আবেগ অনুভূতি, ভেঙে যাওয়া, হারিয়ে যাওয়া আবার ঘুরে দাঁড়ানোর সংকল্প এ সব কিছু একসাথে ধারণ করা যায়না বলেই ছোট গল্পগুলো ঠিকমতো ভালোবাসার গল্প হয়ে উঠেনা বা উঠতেই পারেনা ।
ভালোবাসার গল্পগুলোর আবেগ ঠিক জীবনানন্দের কবিতার মতো, 
নজরুলের কবিতার মাঝে যা খুঁজে পাওয়া দুস্কর। 
ক্রাইস্টচার্চের কালিমাখা দিন আর পারভীন ম্যাডামের আত্মত্যাগের মহিমা নির্ধিদ্বায় ভালোবাসার গল্পগুলোর অসম্ভব সুন্দর এক উদাহরণ। 
একজনের প্রতি আরেকজনের টান, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা ও দায়িত্ববোধ সব কিছু নিয়েই ভালোবাসার গল্পগুলো সৃষ্টি হয়।

আবেগ, দায়িত্ববোধ আর ভালোবাসা যে গল্পে নাই তা ছোট গল্পই বটে,
আর ছোট গল্পগুলো কোনো বিশ্লেষণেই ভালোবাসার গল্প হতে পারেনা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন