তুই না এলে জগতটা তো লাগতো নারে ভাল
তুই এসেছিস বলেই বোধ হয় সূর্য ছড়ায় আলো।
সকাল হলে যখন দেখি তোর মুখে তে হাসি
দিন রাত যে কানে বাজে সেই সুমধুর বাঁশি।
ছোট তোরে কোলে করে পাড়িয়ে দিতাম ঘুম
স্বপ্ন তখন আসতো ধেয়ে দিতে তোকে চুম।
মায়ায় মায়ায় ভরিয়ে দিতি আমার সারা বেলা
কাজের ফাঁকে হয়নি সময় করতে সাথে খেলা।
অভিমানে গোমরাহ করে রাখতি যখন মুখ
কষ্টটা তো লাগতো বড় ভেংগে যেত বুক।
আজকে তোরই জন্মদিনে জানাই আমি আশীষ
ছোট বড় সবাইকে তুই সমান ভালবাসিস
জন্মদিনে ফুটুক যত গোলাপ রাশি রাশি
বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক তোর মুখেরই হাসি।

2,112 total views, 2 views today