নরওয়ে থেকে:-

অমাবস্যায় ভরা কালো রাত, আকাশ জুড়ে তারাদের দেখা নেই ,,
বুকের বা প্রান্তে যেখানে অনুভূতিগুলো জমা থাকে সেখানে ঘোর শুন্যতার লীলাখেলা,,
সময়ের এ বিবর্ণতায় সব কিছু কেমন জানি এলোমেলো, বিভ্রান্থ । 
স্বপ্নরা সীমাহীন, দিগন্তটা লালে লাল,,
পথিক আমি,, – কি জানি খুঁজি সারাদিন 
হয়তোবা পথের শেষে মিলবে তোমার দেখা। 
বনুয়ার জল আর কোতয়ালপুরের মৃদূ স্নিগ্ধ বাতাস স্বপ্নের রঙে একাকার, 
হাজার সহস্র মাইল দূরে থাকি , তবুও ঘুরে ফিরে সিলেটের কথাই মনে পড়ে। 
চোখে ভাসে তোমার মুখ, ক্রিকেটের মাঠ , আর কৈশোরের হারিয়ে যাওয়া নানান রঙের দিনগুলো।
রাজবংশী, রাজহংসী তুমি,-
যেখানেই থাকো, ভালো থেকো প্রিয়তমা।

১ মন্তব্য

  1. ভালোবাসার এক উত্তাল সমুদ্রের নাম আহমেদ সাদর শরিফ !!!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন