যদি চাও
হাজার গুচ্ছ গোলাপ সুরভিতে
স্নিগ্ধ সরোবর হবে
ঘুম ভাঙা তোমার
প্রাতঃরাশের টেবিল

উজ্জ্বল পৃথিবীর মুখমণ্ডলে
ফুলেল তোরণে শোভিত হবে
নিত্য তোমার চলাচল পথ

যদি চাও
তোমার জন্যে
শুধু তোমার জন্যে
খোলা থাকবে সারারাত
সবগুলো বিপণী বিতান

পদ্ম জড়োয়ায় অপ্সরা দেহের
কিনারে কিনারে আতশবাজি হবে
মৃদঙ্গ তানের মোহিনী কারুকাজ

ভ্যানিটি মনের কোনে সারাদিন
তুমি গুনগুনিয়ে গাবে
বিষয়ী ভালবাসার ভ্যালেন্টাইন সুর

চাও যা কিছু পেয়ে যাবে সব
অংক থেকে বড় অংকে
ঠিকঠাক পেয়ে যাবে নির্ভুল

পাঁচতারা হোটেলের গেটে কেতাবী কুর্নিশ
দামী পোশাকের নীচে চোস্ত যুবকের
লোলুপ দৃষ্টি ভেজা তর্জনী চুমু

পেয়ে যাবে

এই সবকিছু
রঙিন আচ্ছাদনের নীচে
বেড়ে উঠবে তোমার অহংকার
আরও আরও
অজানা তৃষ্ণার ফানুস
উড়বে আকাশে নাজুক ডানায়

চিনবে না কোনদিন আর তুমি
মুখর বসন্তে সাজা
সেই তোমার আকুল হৃদয়!

যদি বলি প্রিয়তমা এখনো
পাবে তুমি সব
যেভাবে চাও যা কিছু

শুধু
থাকবেনা সেই আকুল প্রাণ
বেহিসেবী হৃদয় এক
ঊষার আগুনে ভেজা পদমূলে
পড়ে থাকা
এঁকে ভালোবাসার চর্যাপদ

যে জেনেছে ভালোবাসতে
প্রতিমুহূর্তে, প্রতিদিন, প্রতিনিশি
রূপালী চাঁদের দেশে
রাত জাগা ভোরে।।

ফরিদ তালুকদার
ফেব্রুয়ারী ১২, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন