নরওয়ে থেকে:-

বনলতার মতো রূপ নিয়ে যে জন্মেছিলো,
সে কিশোরী বেঁচে নাই আর ,
তাই বনুয়ার বিলও আজ জলহীন গভীরতাশুন্য ,

জোৎস্নাভরা রাতে ঝিঝি পোকাদের ডাকে যে মাদকতা ছিলো ,,
রাতের অন্ধকারে রিকশার টিং টিং শব্দে যে রোমাঞ্চ ছিল,
বেলাশেষে তাও নাই এখন ।

১৭ বৎসর হয় তুমি চলে গেছো
সময়ের স্রোতে সব ভেসে গেছে আমার ,
তাই ব্যস্ত থাকি, অনিচ্ছাকৃত নিজেকে ব্যস্ত রাখি,

শুধু রাত হলে ঘুম আসেনা,
স্মৃতিরা টেনে নিয়ে যায় বনুয়ার পাড়ে,
শিশিরভেজা ঘাস ঠেলে তুমি হেঁটে চলো,
তোমার পাশঘেঁষে আমিও হাঁটি।

যে চলে যায়, সে আসেনা ফিরে কবু ,-
সব উজাড় করে চেয়েছিলাম তোমায়,
জানে তা আমার প্রভু।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন