গলে যাক সবটুকু জমাট বরফ
তুষারজমা বরফ, সাদা বরফ, কালো বরফ
গলে গলে প্লাবিত হোক পাপিষ্ঠ নিচুজাত- সমতলভূমি!

গলে যাক বরফের চাঁই, যেন
টাইটানিক থাকে অক্ষত, যেন
বেঁচে থাকে রোজ আর জ্যাক
ভালবাসা যেন তার সুর খুঁজে পায়!

বরফ গলে মুক্তি পাক পাহাড়ের চূড়া
মাথা তুলুক সবজি, স্বপ্নমাখা সবুজ
ঘাসফড়িং উজুক আর ফুলে ফুলে হোক শোভিত!

আর ওই যে সমতল!
তলিয়ে যাক সে আটলান্টিকের তলায়
না হয় বারমুডা ট্রায়াঙ্গালে
ঘূণি বাতাস আর পানির ঝাঁপটায়
নিশ্চিহ্ন হোক সব-
তবু বেঁচে থাক ভালবাসা
ভ্যালেন্টাইনসের মতো ফুরফুরে ভালবাসা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন