ভোর আসছে আগের মতোই.., কলরব নেই
এম্বুলেন্স শুধু.., বিদীর্ণ করে শহর গলিতে নামা
শ্মশানের নীরবতা
ব্যস্ততা একে একে ভিড় করে,
যন্ত্রণা কাতর হাসপাতালের সব করিডোরে

পৃথিবী ধাবমান.., আহ্নিক গতিতেই বরাবর
সূর্য পুড়ছে.., আগের মতোই নির্দিষ্ট উজ্জ্বলতায়
তারপরও এই অমানিশা, যেন এক রাহুর গ্রাসে
দিন-রাত সব একাকার..!
কে তুমি করোনা ভাইরাস?
কার তুমি অদৃশ্য অনুচর..??

তোমার কারণে আজ..
মৃত্যু এখন একাকীত্বের ফ্রেমে বাঁধা
স্বজন দেখেনা বিদায়ী স্বজনের মুখ
আবার তোমারই কারণে,
মানুষ করছে নিজ জীবনের বলিদান, মানুষের ই তরে
আশার পৃথিবী নিয়েছে আজ..,
আরেক নূতন রূপ!

ইমারত, স্থাপত্য, দাঁড়িয়ে আছে ঠিকঠাক যে যার মতন
বৃক্ষের নিঃশ্বাসে রাতদিন, অক্সিজেনের হয় তেমনই বিচ্ছুরণ
মাছেরা জেগে আছে, আগের মতোই নিজস্ব জলসীমায়
তবুও সত্যি..
বসন্তের শেষ, এই বিবর্ণ বিকেলে
জীবনের প্রচ্ছদে তুমি রেখে যাচ্ছো এক
বিধ্বংসী আঁচড়..!

কিছুটা ত্রাস তো তুমি বটেই,
তবে ভীতু নই আমরাও ততোটা
যে রূপেই তুমি আসো..
প্রাকৃতিক দুর্যোগ কিংবা ঈশ্বর অভিশাপ,
আমরা দাঁড়িয়ে যাবো ঠিকঠাক তার যোগ্য প্রতিবাদ
যতো রূপেই তুমি হও না বদল
তারও চেয়ে যে দীর্ঘ আমাদের জয়ের ইতিহাস

আমরা যে মানুষ..
যে হাতে ধ্বংস করি ফুলের স্বপ্ন
সময়ের তাগিদে,
সে হাতেই যে করি ফের,
নূতন বসন্তের চাষ..!!

## উৎসর্গঃ করোনা ভাইরাসের কারণে প্রয়াত সব বিদেহী আত্মাকে
আর.., এই দুর্যোগ মোকাবিলার জন্যে নিরলস যারা কাজ করে যাচ্ছেন।
____ফরিদ তালুকদার / মার্চ ২৪, ২০২০

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন