নরওয়ে থেকে:-

আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ করিনিও –
তবুও আমার রক্তের মধ্যে মুক্তির বিষ, চেতনার বিষ।
জন্মেছি আমি স্বাধীনতার অনেক পরে,
তবুও আমার শিরায় শিরায়, রক্তের প্রতিটা কণায় চেতনার লীলাখেলা।
মুক্তিযুদ্ধের চেতনা, সংগ্রামের চেতনা, আর লাল সবুজের পতাকার চেতনা।
আমি বাংলার ছেলে, রক্তে আমার চেতনার আগুন ভরা।
জানি অনেকেই পাগল ভাবেন আমায় ,
৭১রে মুক্তিযুদ্ধাদেরও অনেকে পাগল ভাবতো, দেশদ্রুহী বলে গালি দিতো।

বঙ্গবন্ধুর ডাক আর মুক্তিযুদ্ধাদের অবদানে আমরা স্বাধীন এখন ,
স্বাধীন দেশের, স্বাধীন মানুষ হিসেবে দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা আমার জাতিগত অধিকার।
যারা যুদ্ধ করেছিলেন, যারা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যুদ্ধ করে স্বাধীন একটা দেশ উপহার দিয়েছেন , তারা আমার আদর্শ , আমার সংগ্রামী জীবনের প্রেরণা।

অল্প শিক্ষিত আমি, জীবনের ধাপে ধাপে তাই ঠোকর খাই, থেমে যেতে ইচ্ছে করে।
তবুও ঘুরে দাড়াই, মুক্তিবাহিনীর ছেলে মেয়েরাও ঘুরে দাড়িয়েছিলেন।
আমার কাছে মুক্তিযুদ্ধারা দেশের সূর্য সন্তান,
তাদেরই রক্তের দানে আমি স্বাধীন দেশের স্বাধীন বাঙালি , চির উন্নত আমার শীর।
যতদিন আছি, যতদিন বাঁচি,, বাঙালি আছি থাকবো বাঙালি হয়েই ।

আমার মায়ের মুখ আর বাংলাদেশ যেন একাকার হয়ে আছে,
যখনি বাংলার মানচিত্র দেখি ,ধমনির মাঝে কেনজানি ঘন্টা বাজে।
জানি একদিন ফেরা হবে বাংলায় ,
সুযোগ পেলে, সুযোগ হলে, শুধবো বাংলার সব ঋণ। ।

This poem is dedicated to those brave freedom fighter who dedicated their life on 1971 and who fought for a free country and presented us amazing Bangladesh.

Picture : 2 Great freedom fighter late Homayun Chowdhury and Mr. Kobir Ahmed Moshon. Both of them from Golapgonj, Sylhet. I am very fortunate that I met both of them personally and I have listened their brave story about 1971 liberation war. 

 

 

 

 

 

 

 

 

 

Late Homayon Chowdhury was well known because he was the first person who raised Bangladeshi flag in Golapgonj and Mr. Kobir Ahmed Moshon is known for his outstanding braveness on war time.I have my deepest respects to both of them.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন