অনেকেই ডেনমার্কের জব ভিসা নিয়ে জানার আগ্রহ পোষন করেছেন।ডেনমার্কে যে কয় ধরনের জব ভিসা রয়েছে তার মধ্যে সব থেকে সহজ (অন্তত অন্যান্য গুলো থেকে) উপায় টি হল গ্রীনকার্ড স্কীম। এই স্কীম এর অনন্যতা হল
* আপনি পূর্ন সময় কাজ করতে পারবেন।
* আপনার পরিবার (স্ত্রী এবং সন্তান) কে নিয়ে আসতে পারবেন এবং তারা ও আপনার সমকক্ষ সুবিধা ভোগ করতে পারবেন।
* ‘টিউশন ফী’ নামে বছর বছর অনেক গুলো টাকা আপনার পকেট থেকে বের হয়ে যাবে না।
* ৫ বছর পর আপনি PR এর জন্য আবেদন করতে পারবেন।( আমাদের অনেকেরই ভুল ধারনা রয়েছে যে গ্রীনকার্ড মানেই হল PR।না অবশ্যই না,এটি একটি ২ বছরের জব ভিসা। )


বাহ্ তাহলে তো অনেক সুবিধা।ছাত্র ভিসায় না যেয়ে তো গ্রীনকার্ড এ যাওয়া ভাল।তা তো অবশ্যই,কিন্তু এতো গুলো সুবিধা নেয়ার জন্য আপনাকেও তো যথেষ্ট পরিমানের যোগ্য হতে হবে তাই না। তো চলুন দেখে নেই গ্রীনকার্ড স্কীমে আবেদন করতে হলে আপনার কি কি লাগবে।

গ্রীনকার্ড স্কীমে আবেদন করতে হলে আপনার নুন্যতম ১০০ পয়েন্ট থাকতে হবে।
কিভাবে আপনার ১০০ পয়েন্ট হবে সেটা বলে দিচ্ছি।
* পড়াশোনা :
২ বছরের মাস্টার্স = ৬০ পয়েন্ট
১ বছরের মাস্টার্স = ৫০ পয়েন্ট
PhD = ৮০ পয়েন্ট

* ইংরেজী দক্ষতা :
IELTS 5.0 -6.0 = ২০ পয়েন্ট
IELTS 6.5 বা তার বেশি = 40 পয়েন্ট

এছাড়া
১ বছর ইউরোপে পড়াশোনা = ৫ পয়েন্ট
৩ বছর ইউরোপে পড়াশোনা = ১০ পয়েন্ট
অথবা
টানা ১ বছর ইউরোপে কাজ = ৫ পয়েন্ট
টানা ২ বছর ইউরোপে কাজ = ১০ পয়েন্ট

এই ভাবে যদি আপনার ১০০ পয়েন্ট হয়ে যায় তাহলে আপনি গ্রীনকার্ড স্কীমের জন্য আবেদন করতে পারবেন।
গ্রীনকার্ড পারমিট পেলে আপনি ২ বছরের ভিসা পাবেন।এই ভিসা শেষ হবার ৩ মাস আগে আবার আবেদন করলে ৩ বছর পর্যন্ত ভিসা বাড়াতে পারবেন।তবে আপনি আপনার ভিসা বাড়াতে পারবেন না যদি
* প্রথম ১২ মাসে আপনার বেতনের হিসেব ৫০০০০ DKK এর কম হয়।
* আপনার বেতনের হিসেব শেষ ১২ মাসে ৩২০০০০ DKK এর কম হয়।
* আপনি যদি কোন কারনে সরকার থেকে কোন ‘সোসাল বেনেফিট'( টাকা পয়সা ) নেন।
* আপনি যদি কোন অপরাধের কারনে পুলিশের নথিভুক্ত হন।
এইবার আসি আবেদনের সময় টাকা পয়সা কত দেখাতে হবে।
* একলা হলে = ১৩১০০০ DKK
(bdt প্রায় ১৫ লক্ষ ২০ হাজার )
* দোকলা হলে = ২৬২০০০ DKK
(bdt প্রায় ৩০ লক্ষ ৪০ হাজার )
* আর যদি সন্তান থাকে তো প্রতি সন্তানের জন্য ৪৩০০০ DKK
(bdt ৫ লক্ষ )

সবথেকে গুরুত্বপূর্ণ ব্যপার হল যে কিভাবে আবেদন করবেন।
আপনার যদি ১০০ পয়েন্ট আর উল্লেখিত টাকা পয়সা থাকে তো প্রথমেই যে কাজটি করতে হবে,গুগলে যাবেন।ডেনিশ ইমিগ্রেশনের ওয়েব সাইটটি সুন্দর ভাবে ইংরেজীতে সব কিছু লিখে দিয়েছে যে গ্রীনকার্ড স্কীমে কিভাবে আবেদন করতে হবে।শুধু তাদের নিয়ম গুলো পালন করে যান।তারপরেও যদি কিছু বুঝতে সমস্যা হয় অথবা পরামর্শের দরকার হয় আমি আছি কিসের জন্য।স্কাইপে কথা বলে নিজের শংকা দূর করে নেবেন ( অবশ্যই বিনামূল্যে, জীবিকা নির্বাহের জন্য অন্য কাজ করি আমি। ) এড করে নিন prottoy.chowdhury। ধন্যবাদ সকলকে। সকলের মঙ্গল হোক।
——- প্রত্যয় চৌধুরী

বিদ্র: বহুত কস্ট করে লিখতে হয়। সুতরাংঅনুরোধ কপি-পেস্ট করলে অন্তত নাম টা দিয়েন।  🙁  🙁

১ মন্তব্য

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন