যাচ্ছে সবাই যাচ্ছে ছুটে
কেউবা শার্টে কেউবা স্যুটে
ছুটছে সবাই ঘরের পানে
বিনি সুতোর প্রানের টানে।

চলছে ছুটে লঞ্চ ও গাড়ী
ডাকছে সবার আপন বাড়ী
নেই তো সময় এক দন্ড
মিস হলে বাস সব পন্ড।

ডানে বামে বাচ্চা লাগেজ
এক সাথে সব হচ্ছে প্যাকেজ
আলতা শাড়ী জামা জুতো
কিনেছে সব মনের মতো।

পেলে খুশি প্রিয়া ও বোন
আনন্দেতে ভরবে যে মন
পাঞ্জাবী শার্ট দেখে ছেলে
আসবে কাছে খেলা ফেলে।

ছোট খুকি হবো আবার
মনটা যে চায় অনেক পাবার
আলতা ফিতা মায়ের হাতে
সাজিয়ে দেবেন বিহান রাতে।

রান্না হবে পোলাউ পায়েশ
খাব সবাই করে আয়েশ
ঈদের নামাজ পড়বো সবে
ফিতরা যাকাত দিতে হবে।

মিলবো সবাই এক কাতারে
ভাসবে সেথা সুর ইথারে
যায় যে সেথা মন হারিয়ে
যেথায় আছে মা দাঁড়িয়ে।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন