ছেলে টাকা নেয় আর ঢাকা যায়, প্যাকেজ নাটকের হিরো হবে। গ্রামবাসী তারে টেলিভিশনে দেখবে। দুবছর সহ্য করে বাপের মেজাজ এখন সপ্তমে। গত রাতে পুত্রধন ঈদ উপলক্ষে বাড়ি এসে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। পিতৃদেব পুত্রকে ডেকে জিজ্ঞাসা করলো,
– বাপজান তোমারে কবে টেলিভিশনে দেখা যাবে?
* এইতো আব্বা আর কটা দিন।
– আরো কটা দিন?
* আব্বা, ও তুমি বুঝবে না, অনেক ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার। 
বাপ ছেলের হাত ধরে টানতে টানতে টেলিভিশনের সামনে এনে দাঁড় করিয়ে চিৎকার,,,ওরে হারামজাদা,,,
– ঢাকায় পা দিয়েই এই গরু ছাগলগুলোও ক্রিয়েটিভ হয়ে গেল, মিনিটে মিনিটে দেখাচ্ছে।????
——–
সবাইকে ঈদুল আজহা-র শুভেচ্ছা।
ভাল থাকুন, আপনজনের ভালবাসায় থাকুন।

(ছবি:-একুশে টিভি)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন