x1দুবাই থেকে:-
মেজবান -চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান।
এই মেজবানকে আমাদের খুব কাছে নিয়া এসেছিল চট্টগ্রাম সমিতি, দুবাই ও উত্তর আমিরাত।
গত ২৬ ফেব্রুয়ারী ২০১৬, শুক্র বার । x3
প্রধান আহ্বায়ক জনাব মোহাম্মেদ আইয়ুব আলী ও সদস্য সচিব জনাব এ টি এম জাহিদ চৌধুরীর তত্ত্বাবধানে, শারজাহ ন্যাশনাল পার্কে আয়োজন করা হয়ছিল এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানের।x2যেখানে প্রধান অথিতি হিসাবে সপরিবারে উপস্থিত ছিলেন দুবাই ও উত্তর আমিরাতের মাননীয় কনসাল জেনারেল জনাব বদিউজ্জামান।

 

x4
প্রায় ৭০০০ লোকের অংশগ্রহনে মুখরিত হয়েছিল শারজাহ ন্যাশনাল পার্ক।

জবাই করা হয়েছিল ১০টা গরু ।মেজবানের পাশাপাশি পুরুষ ,মহিলা ও শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল বিভিন্ন রকম খেলাধুলা।

 

x5
ছিল অনেক রকম পুরস্কার। ছিল রাফের রাফেল ড্র।
মনে হচ্ছিলো এটা একটা “লিটল বাংলাদেশ ” ।
আমরা যখানেই থাকিনা কেন আসুন আমরা লালন করি x6x11x11আমাদের ঐতিহ্যকে।x12

x7x8

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন