আমার আজ অনেক কিছু তে বারণ আছে…. শনির বারণ, মেশার বারণ,  বলার বারণ,  মুগ্ধ হওয়ার বারণ, কল্পিত কল্পনায় যাওয়ার বারণ,  এমন কি….  এমন কি স্বপ্নের মাঝে ও তোমার  হাত ধরা বারণ,  আমার যে আজ অনেক কিছুতে বারণ…..

যা তোমার বোঝার অনেক ঊর্ধ্বে।  আজ যে আমি অদৃশ্য শিঁকল পড়া এক — এক প্রাণহীন অন্তঃপুরবাসিনী। নূপুরের বদলে  শিঁকলের ঝঙ্কার এ আমি আজ চারিদিকে তুলি এক সুরহীন আওয়াজ । ৷৷ ৷৷৷   আহ্ এ তুমি বুজবে না ছায়াতম।এ তোমার বুঝার বড্ড ঊর্ধ্বে। আজও  যে সেই শিউলি ঝড়ে পড়ে,  রঙ্গনের থোকা থোকা নড়ে, বেলি গড়িয়ে ঘ্রাণে লুটুপুটি করে,  চড়ুইর কিচিমিচি স্বরে… রিক্সার টুনটুন আওয়াজে! আহ্ সে ভালো লাগা যে বড্ড  মায়া ছায়াতম… সে তুমি বুঝবে না…. আজ যে আমায় মায়াতেও  বারণ, ভালো লাগায় আছে শাষণ, ভালোবাসায় আছে বাধঁন….. এগুলো যে  আজ অগোছালো পাগলামির এক অলেখা পদচিহ্ন… তোমার শক্ত হাতেও সে পদচিহ্ন অদৃশ্য করাও আজ বারণ।           আজ থেকে আমায় ভুলে যাও ছায়াতম,      তোমায় যে মনে করাও আমার  বারণ….

নীলিকা নীলাচল ***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন