প্যারিস থেকে:-

ফেসবুকে মেয়েদের বন্ধু হওয়ার জন্যে যে সব পুরুষগণ অনুরোধ পাঠান।
আপনাদের বন্ধু বানানো না বানানো তাহার ইচ্ছার উপর নির্ভর করে।
আপনাকে তাহার পচ্ছন্দ না হলে বন্ধু না বানানো এই বিষয় টি তাহার অধিকার।
তার মানে এই না যে আপনি তাহাকে বারবার অনুরোধ পাঠাবেন???
আপনি অতীতে তাহার বন্ধু ছিলেন আপনি ইনবক্সে তাহাকে আজেবাজে কথাবার্তা লিখেন।
আজেবাজে ছবি পোষ্ট করেন।
এই কারণে সে আপনাকে ফেসবুক থেকে ডিলেট করে দিয়েছে।
কেন আপনাকে ডিলেট করলো সেই কারণে আপনি তাহাকে অনুসরণ করেন বিরক্ত করেন।
একজন নারীকে আজেবাজে ছবি আজেবাজে কথা বলে বিরক্ত করা অপরাধ।
এইজন্যে আপনার জেল জরিমানা হতে পারে।
আপনি সামাজিক ভাবে অপমানিত হতে পারেন। বিষয় টি ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে দেখবেন পুরুষগণ।
আপনার কোনো অধিকার নাই একজনের ব্যক্তিগত অধিকার নিয়ে তাহাকে বিরক্ত করার।
জগতের সব পুরুষগণের শুভবুদ্ধির উদোয় হোক এই প্রত্যাশা।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন