জীবন, নাটকের চেয়েও নাটকীয়। প্রতিটি জীবনের হাসি কান্না ,চাওয়া পাওয়া নিয়ে নিয়মিত নাটকের চলমান দৃশ্য মঞ্চস্থ হয় আমৃত্যু। মৃত্যুর পরও তাকে নিয়ে কিছু নাটকের দৃশ্য বাকি থাকে, যার কিছু আহাজারি, কিছু মূল্যায়ন, কি দিয়ে পেরেছে, কি দিতে পারেনি।
অথচ কেউ জানলো না, সে কি পেয়েছে? কি পায় নি? সবার কথা ভাবতে গিয়ে, তার নিজের কথা ভাবার সুযোগই হয়নি। চাপা অভিমানে কাওকে বলাই হয়নি মনের চাওয়া গুলো। সময়ের পথ বেয়ে পাড়ি দিয়েছে জীবন, পাড়ি দিতে হবে তাই।
কোথা থেকে আসা, কোথায় বা চলে যাওয়া? বিজ্ঞানের প্রভূত উন্নতির এই যুগেও এর উত্তর সবারই অজানা। মায়া মমতা, ভালবাসা কষ্ট,পাওয়া না পাওয়ার বন্ধুর পথ বেয়ে অনিশ্চিত যাত্রার যাপিত জীবন।
প্রকৃতি রহস্যময়, সে কখনোই তার মৌলিক রহস্যকে উদঘাটন করতে দেবে না। মানুষ তার চেয়েও রহস্যময়, সে তার ভিতরের মৌলিক মনের উদঘাটন করতে দেয় না। এই মৌলিকতাটুকু শুধুই তার।
কোন এক অলস দুপুর অথবা কোন বৃষ্টি ভেজা একলা সন্ধায় সে তার মৌলিকতার মাঝে নিজেকে হারায়।
কোথাও থেকে ভেসে আসা ছাতিম ফুলে ঘ্রাণ অথবা কোন সুখ স্মৃতি তাকে আলোড়িত করে।
নিজের অজান্তেই গুনগুন করে গেয়ে ওঠে,,
……..শুধু ঘুরে মরি মরুভূমে, ওগো কেন ওগো,
মিছে কেন এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল ভূবনে কি অভাব আছে।।।।।

(ছবি:-সৌজন্যে Youtube)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন