প্যারিস থেকে:-

ইউরোপীয় ইউনিয়নের যে সব দেশে বাংলাদেশী ভাইয়েরা বৈধ কাগজপত্র না থাকায় বেচে থাকার জন্য প্রতিদিন ১২ থেকে ১৫ ঘন্টা অনেক দীর্ঘসময় কষ্টকরে কাজ করেন।মালিক পক্ষ তাহাদেরকে নিম্নমানের মজুরী দিয়ে তাহাদের দুর্বলতার সুযোগে দিনের পর দিন কাজের ক্ষেত্রে ভীষণ নিযর্াতন করে চলছেন। তাহারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে ইউরোপের মতো দেশে মানবেতর জীবন-যাপন করছেন। আরও দুঃখ জনক যে চিত্র ফুঠে উঠে মালিক পক্ষ বলেন কাজের মাধ্যমে বৈধ করে করে দিবেন। এই কথা বলে দিনের পর দিন অমানুষিক পরিশ্রম করানো হয় তাহাদেরকে দিয়ে।

তিন অথবা পাঁচ বছর পরে যখন সময় আসে কর্মচারিদের বৈধ করার তখনই শুরু হয় কর্মচারীদের সাথে চরম খারাপ ব্যবহার।যাহাতে আপনি নিজে কাজ ছেড়ে চলে যান অনেক বাংলাদেশী ভাইয়েরা বাধ্য হয়ে কাজ ছেড়ে চলে আসেন।

এই অমানবিক কাজ দীর্ঘদিন দরে চলে আসছে ইউরোপের দেশে দেশে এইসব দেশে বাংলাদেশীরা কখনও কি ন্যায়বিচার পাবেন এটা আশা করা যায় না।

মাছুম আহমেদ
০৫ই ডিসেম্বর ২০১৭

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন