নরওয়ে থেকে:-

পকেটের শেষ পয়সা, শরীরের শেষ শক্তি আর মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহারের পরও আপনি ব্যর্থ হতে পারেন। ব্যর্থতা আমাদের জীবনের সামান্য একটা অংশ মাত্র। ব্যর্থতা জীবনের শেষ কিছু নয় বরঞ্চ বড়ো কিছু হবার ক্ষুধা, কিছু উপকরণ মাত্র ।
হাজার হাজার বৎসর ধরে অনেক সফল মানুষেরাই ব্যর্থ হয়েছেন এবং হাল ছেড়ে না দেবার কারণে সেই সব চরম ব্যর্থ মানুষেরাই আবার ঘুরে দাঁড়িয়েছেন এবং সফলতার শেষ সীমানায় গিয়েছেন,, তবে একবার বা মাত্র কয়েকবার হেরে গিয়েই যারা লড়াই করার শক্তি হারিয়ে ফেলেন তাদের জন্য সফলতা শুধু কষ্ট সাধ্য নয়ই অসম্ভব বলতে পারেন।
নিজেকে ভালোর দিকে, আলোর দিকে নিয়ে যান, নিজেকে আত্মমর্যাদাহীন থেকে ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে আত্মমর্যাদাশীল একজন মানুষ হিসাবে দাঁড় করান। নিজের অলসতাকে ধুঁয়ে মুছে কর্মঠ হয়ে উঠুন। নিজেকে চরম আত্মপ্রত্যয়হীন থেকে প্রত্যয়ি করে তুলুন, দেখবেন চারপাশের সব কিছু আপনা আপনি বদলে যাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন