ভালবাসা কাকে বলে আমি জানিনা।
অজস্র মানুষের ভিড়ে পথ চলতে চলতে হঠাৎ চোখ আটকে যাওয়া? তীব্র অনুভূতিতে আড়ষ্ট হয়ে যাওয়া? মন কি বলে মানুষটির উপর নির্ভর করা যায়?
….আসলে মানুষ নির্ভরশীল মানুষের সন্ধানে থাকে। যখন সে তার দেখা পায়, তখন মন বলে, ঐ তো সে, যাকে তুমি খুঁজছো। 
এই খোঁজা আর হঠাৎ করে পেয়ে যাওয়া, এরই নাম বোধ হয় ভালবাসা।
নিশ্চিত নির্ভরতার অপর নাম ভালবাসা।
অনিশ্চয়তার জীবনে নিশ্চয়তার নাম ভালবাসা।
এই তো পাশে আছে, এখন নিশ্চিন্তে নির্ভয়ে ঘুমুনো যায়, এর নাম ভালবাসা।
সকালে খুনসুটি, দুপুরে হাসাহাসি, এর নাম ভালবাসা।
শোক তাপ অসুস্থতায় মাথায় হাত রেখে আস্বস্ত করা মানুষটির নাম ভালবাসা।
সংসার সমুদ্রে জীবন খেয়ায় চড়ে সুখের জল ছুঁয়ে দেখার নাম ভালবাসা।
স্মৃতির জানালা দিয়ে দূর আকাশের তারাদের মাঝে তাকে খুঁজে ফেরার নাম ভালবাসা।
…. চশমার কাঁচ মাঝে মাঝে ঝাপসা মনে হয়, অথচ চশমাটা নতুন।
……..ভালবাসা কাকে বলে আমি জানিনা।
ভালবাসার কোন সংজ্ঞা নেই,
ভালবাসা ভালবাসাই।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন