তিন সপ্তাহ আগে দুঃখ নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম। কিছু মানুষ রুপী জানোয়ার,প্রতিবন্ধী মুকুন্দু লাল সাহা চানুর মুদি দোকানটি রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। সেটা ছিল তার একমাত্র রুটি রূজির অবলম্বন।

কিন্তু এখনো কিছু মানুষ আছে যারা অন্যের দুঃখ কষ্টে এগিয়ে আসেন। হ্যা আমরা তার দোকানটি আবার তৈরী করে দিয়েছি, সাথে কিছু মাল সামানা কিনে দিয়েছি।
ফারজানা দীপা ( ইউ এস এ) আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মোট খরচ হয়েছে ২৮০০০ টাকা। আমাদের সংগ্রহ ৮৫০০। বাকীটা বরাবরের মতো “We Care” এর আমি ও সঞ্জয় দিয়েছি।

আপনি আমি চাইলেই মানুষের জন্য কিছু করতে পারি। যদি ২টা টিন, ২টা বাশ বা স্বেচ্ছা শ্রম দিয়েও এগিয়ে আসি সেটা ওই অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে। আসুন হাত বাড়িয়ে দিন।

আমি আবারও ফরিদপুরের প্রশাসনের সহযোগিতা কামনা করি এই জঘন্য কাজ যারা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন