টরন্টো মেয়র জন টোরি তার victory speechএ কিছুটা হলেও ইংরেজি ভাষার সাথে কানাডার দ্বিতীয় ভাষা ফ্রেঞ্চ বলেছেন।  কিন্তু আমাদের অনেকে আমাদের নিজেদের ভাষাভাষী লোকজনের সাথে কথা বলতে গেলে আমাদের মাতৃভাষাটাও ভুলে যাই। কারণ টা কি ? কেউ বলতে পারেন।
আর একটা জিনিস লক্ষ করা যায়, আমাদের অনেক বাঙালিদের মধ্যে, সেটা দেশে এবং এখানেও; যেমন কেউ একটু রেগে গেলে বাংলা বাদ দিয়ে ইংরেজি বলা শুরু করেন। ইংরেজিতে রাগ করলে কি রাগের তেজ বাড়ে ? দূরে যাওয়া লাগবে না আমার নিজের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের অনেকে এই কাজটি করেন। আর এরা যখন রেগে গিয়ে ইংরেজি বলা শুরু করেন, তখন অধিকাংশ ক্ষত্রেই ভুল-ভাল ইংরেজি বলেন। কেউ offensive ফিল করলে দুঃখিত।  আর হাঁ আমি কিন্তু জেনেরালাইজ করিনি।
(ছবি:-সৌজন্যে SteemKR)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন