জীবনে একবার নয়, হাজার বার ধাক্কা খাবেন,, ধাক্কা খেলে সামনে এগোতে পারবেন , জীবনে খাওয়া প্রত্যেকটা ধাক্কাই সামনে এগোবার জন্য এক একটা সিঁড়ি। যাদেরকে সফল দেখতে পান ওনারা সবাই জীবনের কোনো একটা সময়ে ধাক্কা খেতে খেতেই সামনে এগিয়েছেন। পৃথিবিতে বিলিয়ন বিলিয়ন মানুষের বসবাস, আর প্রত্যেকটা সমাজে, দেশে আছে বিভিন্ন গুণাবলীর হাজার লক্ষ্য মানুষ। এতো মানুষের মাঝে নিজের একটা অবস্থান গড়ে নিতে হলে আপনাকে সহ্য শক্তি বাড়াতেই হবে, কাজ করতেই হবে এবং এমন কিছু গুন্ অর্জন করতে হবে যার দ্বারা প্রতিযোগিতাময় এ বিশ্বে সারা জীবন ঠিকে থাকতে পারেন।
সময় পেলেই পড়ালেখা করবেন, একটার পর একটা ডিপ্লোমা নেবেন, জীবনে যতবেশি জ্ঞান অর্জন করবেন ততবেশি পরিমানে আগামীকে দেখতে পারবেন। আর যারা আগে আগে ভবিষৎ সমন্ধে ধারণা করতে পারে, তাদের জন্য জীবনের পথে এগিয়ে চলাটা সহজ হয়ে যায়।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন