মাঝে মাঝে নিজেকে অসহ্য লাগে । অসারত্ব অহমিকায় পুড়ে পুড়ে কয়লা হয়েছি বরংবার । না , ছাই হতে চাইনি, এখনো চাই না , কেন চাই না ? ভেতরে ভেতরে অদ্ভূত এক ইচ্ছা , কয়লা হতে হতে
যদি হীরা হয়ে যেতে পারি !!!!!!
হাস্যকর !! অতীব হাস্যকর !!!
জীবন কি ? তাই তো আজও জানা হলো না । মিছেই আবেগী হয়ে আকাশের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে
থাকি ।আসলে, আকাশ বলে কিছু নেই , শূন্যতার অপর নাম আকাশ , তার রং আবার নীল । এত রং থাকতে নীল কেন ? তবে কি শূন্যতার রং নীল ?
ষড়ঋতু যে যার মতো আসে যায় । আমাকে নিয়ে কোন ঋতুর কোন মাথাব্যথা আছে বলে মনে হয় না । মিছেই ওদেরকে নিয়ে কবিতা লিখি । জীবনের ছন্দ হারিয়ে , শব্দের ছন্দে ছন্দে কি অপরূপ পরিহাস করে যাই !! নিজেই নিজেকে !!
নিস্তব্ধ রাত , নিভৃতচারী এই আমি , স্মৃতির কুঠুরি হাতড়ে হাতড়ে বিস্মৃতি অতলে হারাই ।
মন নামক অদৃশ্য এক অনুভূতি,,,,
বিষন্নতার আলপনা আঁকে……আর বলে……
কোথা সে ছায়া সখী ,
কোথা সে জল ,
কোথা সে বাঁধা ঘাট ,
অশ্বত্থ তল ?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন