আমাদের পূর্ব পুরুষ ও নারীরা স্বাধীনতা চেয়েছিলো। বিপ্লবী হয়েছিলো। দ্বিতীয় মহাযুদ্ধের পর বৃটিশরা যখন দেখলো, তদানিন্তন ভারতবর্ষ তাদের জন্য আর লাভজনক নয়, বরং তাদের জান মালের ক্ষতি হচ্ছে। তাই ছেড়ে দিয়ে গেলো।
.. কিন্তু, ব্রিটিশরা তাদের দু’শ বছরের শাসনের অভিজ্ঞতায় দেখেছে ভারতবর্ষের মানুষ অত্যন্ত কলহপ্রিয় এবং সামান্য স্বার্থের কারণে তারা নিজেরা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পটু। সেই বিশ্বাসঘাতকতা কাজে লাগিয়েই তারা ব্যবসায়ী থেকে ভারতবর্ষের মালিক হয়েছিলো।
..তারা আরো বেশি উপলব্ধি করেছিলো, এরা ধর্ম নিয়ে কলহ করতে বড় বেশি উৎসাহী। ধর্মের কারণে তলোয়ার, টোটা, বল্লম দিয়ে মূহুর্তেই নিজেরা খুনাখুনিতে লিপ্ত হতে পারে।
… তো ব্রিটিশরা তাদের মেধা খাটালো, স্বাধীনতা দিলো বটে, কিন্তু বন্টনটা বড় কৌশলে করলো। আর মনে মনে ব্রিটিশরা হাসলো আর বললো, দিলাম স্বাধীনতা। এবার কেয়ামত পর্যন্ত নিজেরা মারামারি আর কাদা ছুড়াছুড়ি আর ভাগাভাগি করে মর।
…..
১৯৪৭ থেকে ২০১৯,,,, ব্রিটিশের অভিজ্ঞতা আর বুদ্ধি বৃথা যায়নি।
৭২ বছরের ইতিহাস তাই বলে।

আজ…….
ভারত জ্বলছে।
পাকিস্তান বোমার ধোঁয়ায় অন্ধকার।
বাংলাদেশ রাজাকার মুক্তিযোদ্ধা একাকার।
….হায়রে স্বাধীনতা!!

(ছবি:-সৌজন্যে গুগল)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন