ভালোবাসা :
হৃদয় থেকে উৎসরিত ।
নিন্মগামী হয়ে ভাগ হতে থাকে ।ভাগ হতে হতে বিভিন্ন নামকরণের মাঝে উৎপত্তি স্থলের পরিচিতি হারায় ।
গঙ্গা :
হিমালয় থেকে উৎসরিত হয় ।
নিন্মগামী হয়ে পদ্মা, অতঃপর কত নদী আর শাখা নদীর নামকরণে নিজেকে হারিয়ে ফেলে ।
ভালোবাসা আর গঙ্গা এই দুইয়ের মাঝে একটা অদ্ভূত মিল আছে ।
গঙ্গা পৃথিবীর একমাত্র নদী, যার মধ্যে জৈব বর্জ্য পদার্থকে ভেঙ্গে নিজেকে শুদ্ধ রাখার ক্ষমতা আছে ।
ভালোবাসা পৃথিবীর একমাত্র অনুভূতি, যার মধ্যে মানুষের সকল ভ্রান্তি আর কষ্টকে মুছে দিয়ে মানুষকে পরিশুদ্ধ আর পরিতৃপ্ত করার ক্ষমতা আছে ।
হে গঙ্গা, তোমার স্রোতধারা অক্ষুণ্ণ রাখো,
হে হৃদয়, তোমার ভালোবাসার অনুভূতিকে অক্ষুণ্ণ রাখ।
তোমাকে কেউ মনে রাখুক আর না রাখুক ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন