একটা সালিশ বসেছে। উভয় পক্ষই আছে ।
প্রধানের নেতৃত্বে সালিশদারগণ আছেন, উৎসুক পাড়া প্রতিবেশীরাও উপস্থিত । দশহাতি শাড়িতে ঘোমটা দেয়ার চেষ্টা করছে চিত্রা । মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোহিনী ।
সে যদি চোখ তুলতো, সবাই দেখতে পেতো রক্তজবা চোখে আর অশ্রু নেই, আছে শুধু রক্ত ।
মোহিনী ভালোবাসা হারিয়েছে, ফেরত চায় ।
সালিশদারগণ একে অপরের মাথা কাছাকাছি নিয়ে ফিসফাস করছে । দর্শকদের মাঝে গুঞ্জন । হাত তুললেন সালিশ প্রধান।সবাই নিশ্চুপ। চিত্রাকে উদ্দেশ্য করে প্রধান বললেন, শোনো মোহিনীর মা , তোমরা ওসব ভুলে যাও । ওরা দশ হাজার বলেছিলো, আমি আরো দশ বাড়িয়ে দিতে বলেছি ।
ক্রোধে কাঁপছে মোহিনী , বুকের ভেতর নিঃশব্দ চিৎকার । ঐ হারামজাদা, লাথ্থি মারি তোর টাকায় , আমার ভালোবাসা ফেরত দে , আমার……….
চিৎকারটা আর গলা ফুঁড়ে বের হলো না ।
না , মোহিনীদের চিৎকার করতে নেই ,
কলঙ্ক বাড়ে , গ্রাম ছাড়তে হয় !!!
***************************************
– একটি মানুষ দিবসের অপেক্ষায় মানুষ –

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন