অলস সন্ধ্যা। বসে বসে ফেসবুক নাড়াচাড়া করছিলাম।Rezaul Islam ভাইয়ের নিচের লেখাটা চোখে পড়লো ।
“ফেসবুকে অনেক সময়ই দেখি কাউকে উদ্দেশ্য করে নাম উল্লেখ না করে কটাক্ষ , ব্যঙ্গ , বিদ্রোপ করে কিছু লেখা হয় । যারা বুঝতে পারে সেই ব্যক্তিটি কে, কটাক্ষের কারণ কি তারা সেই পোস্টে কমেন্ট করেন । বলাবাহুল্য , অনেকেই লাগামহীনভাবে কমেন্ট করেন । অনেকটা ফাঁকা মাঠে জায়গামতো পেয়ে উত্তম মধ্যম দেওয়ার মত বিষয়টা । ”

অত্যান্ত পরীক্ষিত সত্য। আমরা নিজে ভালো কাজ করির আর না করি কোনো ব্যাপার না। কিন্তু কেউ যদি ভালো কিছু করার চেষ্টা করে , তখনি বিড়াম্বনার শুরু। যেকোনো ভাবে হোক তাকে টেনে নিচে নামাতে হবেই। ভালো কাজের স্বীকৃতি দিতে এই কার্পণ্য কেন ? সুযোগ পেলে আমরা একহাত নিতে কখনো ভুল করিনা। সুদূর প্রবাসে আসেও কেনো আমরা আমাদের জাতীয় খেলা “হা ডু ডু” ভুলতে পারিনা ?

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন