একটি নতুন এনার্জি সেভিং ভাবনা

আমি জাপান, সৌদি আরব, মালয়েশিয়া এবং আরো অনেক দেশে হাউসহোল্ড কাজে ১২০ ভোল্ট-এর বিদ্যুৎ ব্যবহার হতে দেখেছি । এই ভোল্টেজ-এ টিভি, ফ্রীজ, লাইট, এসি খুব সহজেই চালানো যায়।/ শুধু বাংলাদেশে এখনো ২৪০ ভোল্ট  ব্যবহার হয়।  এতে অনেক এনার্জি অপচয় হয় , আবার দামও  বেশি পড়ে।  বাংলাদেশে  হাউসহোল্ড কাজে ১২০ ভোল্ট-এর বিদ্যুৎ ব্যবহার করলে, অনেক এনার্জি সেভ হবে, ৩-৪ গুন্ বেশি কানেকশন দেয়া যাবে এবং দামও অনেক কমে আসবে । এ ব্যাপারে ভেবে দেখতে সবাইকে অনুরোধ জানাই।-মোহাম্মদ জয়নুল আবেদীন

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন