পশ্চিমে চার ঋতু। সামার শেষ করে এখন “ফল”। পাতা ঝরার বিয়োগান্ত বাস্তবতার আগে বৃক্ষরাজি নানান রঙে নিজেকে সাজায়। প্রকৃতির এ এক অপরূপ সাজ।
মাইকেল হ্যারিকেন আক্রান্ত ফ্লোরিডা থেকে দুই হাজার মাইল দূরে আমেরিকা আর কানাডার সীমান্ত শহর মিশিগানেও তার প্রভাব কম নয়। ক’দিন ঝড়ো হাওয়া আর একটানা বৃষ্টি। আমেরিকার উত্তরাঞ্চল বিধায় এখানে শীত আগেভাগেই আসে। মাইকেল এর কারণে তা আরো এগিয়েছে। তাপমাত্রা এগারো থেকে চার ডিগ্রীতে উঠানামা করছে, নভেম্বর থেকে তুষারপাত শুরু হবে।
প্রকৃতি আর জীবন। যতই দুর্যোগ আসুক জীবন থেমে থাকে না। প্রয়োজন দুর্যোগ মানে না।
এরই মাঝে প্রকৃতির একটু দয়া, ছুটির দিনে ঝলমলে রোদ। আর কি ঘরে থাকা যায়?? 

Maybury state park, MI, USA.

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন