ctn

টরন্টো থেকে:-

হাস্যকর হলেও সত্য। জনাব চেরাগ আলী (এটি আসল নাম না) আমেরিকা এসেছেন বাংলাদেশ থেকে।  কাজ খুজছেন  হন্যে হয়ে। এক রেস্তোরায় গেছেন গামলা পরিস্কারের কাজের জন্য। অধা ঘন্টা অপেক্ষা করার পরে মালিক এসে তার ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। উল্লেখ রেস্তোরাটি একটি দক্ষিন এশীয় লোকের এবং তার ইংরেজি এবং শিক্ষার মানও তত উন্নত নয়।  মালিকটি জানতে চাচ্ছিলেন উনি বিবাহিত না অবিবাহিত, উত্তরে বললেন উনি অবিবাহিত , এর পরে  মালিক মোটামুটি আমেরিকানদের অনুকরণে বললেন ” So you have no kids” . মালিকের উচারনের বিরম্বনা আর জনাব চেরাগ আলীর শোনার (listening) অদক্ষতার কারণে প্রশ্নটি জনাব চেরাগ আলীর  কানে মনে হলো ” You have no KEYS.” সঙ্গে সঙ্গে জনাব চেরাগ আলী উত্তর দিলেন Yes . মালিকটি একটু চমকে গেলেন, তার পর ভাবলেন লোকটি হইতো আমেরিকানদের মত Single Father, তখন উনি প্রশ্ন করলেন “How many kids you have?”. যথার্তই জনাব চেরাগ আলী উত্তর দিলেন, “Oh man I have to count . “মালিকটি তো অবাক হোয়ে জনাব চেরাগ আলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকলেন এ আবার কোন ধরনের বাবা যে কি না তার সন্তানের সংখা জানেনে না, না কি উনি অসংখ সন্তানের জনক, কিন্তু তার বয়স দেখে তা মনে হয় না। মালিকের মনের প্রশ্নের উত্তর বুঝতে আর কষ্ট হলো না যখন জনাব চেরাগ আলী তার পকেট থেকে চাবির ছড়া বের করে গোনা শুরু করলেন। মালিকটি তখন বলল তোমাকে আমি key র কথা জানতে চায়নি , জানতে চাস্ছিলাম Kid মানে তোমার বাচ্চাদের কথা।  জনাব চেরাগ আলী তখন বলল ওহ আমার তো বাচ্চা কাচ্চাই নেই।Print
এর পর মালিক যখন তাকে প্রশ্ন করলেন “তোমার কি গামলা পরিষ্কারের কাজের অভিজ্ঞতা আছে? “জনাব চেরাগ আলীপ্রচন্ড রেগে গেলেন কিন্তু রাগ সামলে বললেন হা আছে, শুধু DCই নয়, OCর ও Phd সহ অভিজ্ঞতা আছে।  মালিক একটু অবাক হযে প্রশ্ন করলেন এটা আবার কি, উত্তরে জনাব চেরাগ আলী বোললেন Dish Cleaning আর Onion Cutting অর্থাৎ আলু , পিয়াজ পটল ছিলা-কাটা ।  মালিক একটু রেগে বললেন “Are you kidding? “, এবার জনাব চেরাগ আলী অত্যান্ত রেগে গিয়ে বাংলায় বোললেন, “মশকরা কর মিয়া, এক গামলা পরিষ্কারের কাজের জন্য আধ ঘন্টা বসিয়ে রেখে আমার হাড়ির খবর নিয়ে আবার জিগ্যেস করছো গামলা পরিষ্কারের অভিজ্ঞতা আছে কি না। মিয়া তুমি একটা stupid” । মালিক শুধু stupid ই বুঝেছিলেন তাই জনাব চেরাগ আলী কেন এটা বোললো  সেটা জানার আগেই জনাব চেরাগ আলী দ্রুত  প্রস্থান কোরলেন ।  উলেক্ষ্য জনাব চেরাগ আলী ১৫/১৬ বছর ধরে টরন্টোতে আছেন এবং এবং ভালোই আছেন।

১ মন্তব্য

  1. জনাব মুকুল বি জামান, আপনার রম্য রচনার হাত অসাধারণ। খুবই ভাল লাগলো লেখাটা পড়ে। দুর্ভাগ্যজনক হলেও গল্পটা কানাডা বা ইউরোপ উভয় ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। 😀

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন