প্যারিসের পরকীয়া – ৩

সমাজ সংসারে মানুষকে অনেক সময় কিছু বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সংসারে বউ এর হাতে শুধু টাকা দিলে বউকে সুখী করা যায় না। বউকে সাথে ভালোবাসা দিতে হয় বাহিরে বেড়াতে নিয়ে যেতে হয়। সমমর্যাদা দিতে হয় যখন আপনার বউ বুঝে যে আপনি তাহাকে অবহেলা করছেন। তুচ্ছ তাচ্ছিল্য করছেন তখন তাহাদের মন আস্তে আস্তে বিদ্বেষপূর্ণ হয়ে উঠে তখন তাহারা পাগলের মতো চারিপাশে ভালোবাসা ও সুখ খোজেন। অন্য কাউকে পাশে কামনা করেন। তখনই তাহারা তাহাদের সংসার ছেড়ে চলে আসেন অন্যের সংসারে। কারন নারীজাতি শুধু টাকার কাঙ্গাল না তাহারা ভালোবাসার ও কাঙ্গাল। তাই পরিশেষে বলতে চাই সবার সংসারে সবাই আপনাদের বউকে ভালোবাসুন। আপনাদের অবহেলার কারণে আপনাদের বউরা যেন অন্যের হাত দরে চলে না যায়।

প্যারিসের পরকীয়া - ২

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন