প্যারিস থেকে:-

 কথায় বলে ব্যবহারে বংশের পরিচয়। ভদ্রতা পারিবারিক শিক্ষা ও লেখা পড়া করে ভদ্রতা শিক্ষা নিতে হয়।

বিদেশ চলে আসলেন আর একটু ভালো জামা কাপড় পরে ফেসবুকের মধ্যে প্রতিদিন ছবি পোস্ট করলেই ভদ্র হওয়া যায় না। আজকের লাইভ ক্রিকেটের মন্তব্যে যা করুণ ভাবে ফুঠে উঠেছে, মানুষের ভাষা জ্ঞান এতো খারাপ হতে পারে আজকের দিনের ক্রিকেটের লাইভে না থাকলে আমি বুঝতে পারতাম না।

নিচু লোকের প্রধান অস্ত্র নাকি তার মুখের গালি গালাজ, খেলায় হারজিত তো থাকবে এটা অতি স্বাভাবীক তাই বলে মুখের ভাষা এতো খারাপ করে গালাগাল দেওয়া শিক্ষাহীন রুচিহীন মানুষ ছাড়া অন্য কেউ এ কাজ করতে পারেন না।

তাইতো হযরত আলী (রাঃ) বলেছেন মানুষের চরিত্র হলো একটি দোকান। মুখ হচ্ছে তালা। তালা খুললেই বুঝা যাবে এটা কি স্বর্নের দোকান নাকি কয়লার দোকান। হযরত আলী (রাঃ)

মানুষের ব্যবহারে নাকি তার বংশের পরিচয় পাওয়া যায়। ফেসবুক ভদ্র মানুষের জায়গায় এসে হাজির হোন সব রুচিহীন মানুষ। ধিক্কার তোমাদের এমন রুচিহীন মন মানষিকতার।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন