কিং আব্দুল আজিজ এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের একজন অপারেটর ক্ষনিকের জন্য আশ্চর্য হয়ে বোঝার চেষ্টা করছিলেন সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স SV832 এর ক্যাপ্টেনের রেডিও মেসেজটা , আর আগে হয়ত  এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো অপারেটর এরকম মেসেজ শুনেন নাই,
“The flight is required to come back, a passenger forgot her baby in the waiting area.”
এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই ধরনের ঘটনার সুম্মুখীন এর আগে কখনো হননি। কয়েক মুহূর্ত সময় নিলেন তার সিদ্ধান্ত জানাতে।
তারপর ঘোষণা দিলেন ” Ok head back to the gate.This is totally a new one for us”
সৌদিয়ার ফ্লাইট SV832 Boing 787-9 জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট  থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষন পর একজন সউদী মহিলা যাত্রী কেবিন ক্রুকে জানালেন , তিনি তার বাচ্চা এয়ারপোর্টের ওয়েটিং এরিয়াতে ভুলে রেখে এসেছেন। খবরটা ক্যাপ্টেনের কাছে পৌঁছামাত্রই তিনি এয়ারপোর্টের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে বিমানটি গেটে ফিরিয়ে আনলেন।

(Video :-সৌজন্যে Youtube)

https://www.youtube.com/watch?time_continue=8&v=U3t8NYYWMKY

 

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন