শরণ- আর্তি
* সমগ্র বিশ্বে জাতি এবং ধর্ম বিরোধ নির্যাতনে দেশ ত্যাগীর সংখ্যা ছয় কোটিরও বেশি ।
* শরণার্থী হিসেবে মানবেতর জীবন যাপন করছে দুই কোটি পঞ্চাশ লাখ মানুষ ।
* প্রায় এক কোটি মানুষের কোন দেশ নেই ।

——
———
ক্ষমতার পরিসর বৃদ্ধি অথবা একটি জনগোষ্ঠীকে দেউলিয়া করার মোক্ষম অস্ত্র হলো ধর্ম । আর এর গোলাবারুদ হলো ধর্মান্ধতা ।
ফটোশপ দিয়ে একটা ছবি আপলোড করে দাও অথবা যে কোন একটি ছলছুঁতোয় একটু উস্কানি দিয়ে দাও । ব্যাস, তোমাকে আর কষ্ট করতে হবে না।
যে কখনো তার, ধর্মের ধর্ম গ্রন্থ ছুঁয়েও দেখেনি এবং তার ধর্মালয়ের চৌকাঠও মাড়ায় নি ।
কিম্বা ধর্মান্ধের লেবাসে সমাজে বিরাজমান । আগেপিছে না ভেবেই । তলোয়ার, গোদা অথবা বন্দুক হাতে অন্ধের মতো ঝাপিয়ে পড়বে ।
তুমি যেই হও, তোমার উদ্দেশ্য শতভাগ সফল ।
দেশে দেশে এখন এই চিত্র । ফলাফল, মানবেতর জীবনের লাইভ টেলিকাস্ট ।
এক সময় আবেগ আর ত্রাণ ফুরিয়ে যায় । মানুষের কান্না ফুরায় না ।
সুদান আর আফ্রিকার সেই হাড্ডিসার শরণার্থীদের আমরা ভুলে গেছি । আয়লান কে আর মনে পড়ে না ।
আমরা এখন আর মানুষ নেই । আমরা এখন মুসলমান/ হিন্দু / বৌদ্ধ / খ্রিস্টান / ইহুদী ।
বলা হয়ে থাকে বিজ্ঞানের অগ্রগতি কারণে , “ছোট হয়ে আসছে পৃথিবী “।
কি আশ্চর্য্য !! বিশাল এই পৃথিবীকে আমরা ছোট করে ফেলেছি !!!! সেই সাথে মানুষের মন
————
আর সভ্যতা চাইনা । ফিরিয়ে দাও অরণ্য ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন