বঙ্গোপসাগরের তীরবর্তী একখন্ড বদ্বীপের প্রজাগণ অতি সম্প্রতি তাহাদের গচ্ছিত স্বর্ণ হারাইয়া যখন সোনা সোনা করিয়া চিৎকার করিতেছিলো, ঠিক তখনই কয়লার খনি হইতে সংবাদ আসিলো যে, কয়লার পা গজাইয়াছে, কয়লা’রা খনি হইতে পলায়ন করিয়াছে।
ঘটনাক্রমে তাহাদের সোনা, কয়লা খনির নীচে চাপা পড়িয়া গেল!! বঙ্গোপসাগরের তীরবর্তী একখন্ড বদ্বীপের প্রজাগণ অতি সম্প্রতি তাহাদের গচ্ছিত স্বর্ণ হারাইয়া যখন সোনা সোনা করিয়া চিৎকার করিতেছিলো, ঠিক তখনই কয়লার খনি হইতে সংবাদ আসিলো যে, কয়লার পা গজাইয়াছে, কয়লা’রা খনি হইতে পলায়ন করিয়াছে।
ঘটনাক্রমে তাহাদের সোনা, কয়লা খনির নীচে চাপা পড়িয়া গেল!!
ইত্যবসরে গুপ্তধন রহস্যোপন্যাস মঞ্চস্থ হইলো!!
পূর্বের ন্যায় কয়লা গুপ্তধনের নীচে চাপা পড়িয়া গেল!!
সহসা বদ্বীপের দক্ষিণ-উত্তরাঞ্চল হইতে রক্তপাতের সন্দেশ আসিলো!! 
বর্তমানে প্রজাগণ গুপ্তধন রহস্যোপন্যাস মঞ্চ ছাড়িয়া উক্ত রক্তের গ্রুপ অন্বেষণে নিজেদেরকে ব্যতিব্যস্ত রাখিয়াছে!!
প্রকাশ থাকে যে, অচিরেই উক্ত বদ্বীপের রাজধানীর নাইট এঙ্গেল মোড়ের অদূরে অবস্থিত একটি ভবন হইতে ফরমান জারি হইবে যে,,,
ইনশাল্লাহ ঈদের পর…….
——–
ইহা কোন সমালোচনা নহে,
খাজনা প্রদানকারী অসহায় প্রজারদের আহাজারি মাত্র। যে খাজনা দিয়ে সকল রাজনীতিবিদ গণের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বেতন ভাতা আরাম হারাম এবং তাহাদের পুত্রকন্যা, ভাইবোন ও শ্যালক শ্যালিকাদের ফুটানির ব্যবস্থা করা হয়ে থাকে।

ছবি:-সৌজন্যে ইওেফাক

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন