এত আলো ঝলমলা সোনালী রোদ্দুরেও
শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে
মন খারাপের বিষণ্ণ রূপ ।

ঐ মানুষগুলো হেটেছিল, ছুটেছিল
এই রাস্তায় , এই পার্কে
মাত্র কয়েকটা দিনের ব্যবধানে
কতটা উলোট পালোট
এই পরিচিত জনপদ।

পথের বাঁকে বাঁকে এখন দেখা যায় না
ফুলের মতো বাচ্চাগুলোকে
বাইক চালাতে বা খেলা করতে।
হাটতে দেখা যায় না
৭০ ঊর্ধ্ব কোন তরুণ তরুণীকে
হাসতে হাসতে কফি খেতে দেখা যায় না
কোন কফি শপে বা রেস্তোরায়।
আজ সকলে হয়েছে স্বেচ্ছায় গৃহবন্দী
নিজেকে বাঁচাতে, প্রিয়জনকে বাঁচাতে।

তাবৎ পৃথিবীর দাদা দেশগুলোতে
লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল,
ঘরে ঘরে প্রিয়জনকে হারানোর
আশংকায় দোদুল্যমান মন
থামিয়ে দিয়েছে জীবনের
সকল আয়োজন ।

মানুষের নির্মমতার শিকার হতে হতে
ক্লান্ত পৃথিবী ঘুরে দাঁড়িয়েছে
নিজের অস্তিত্ব রক্ষায়
প্রকৃতি পরিশুদ্ধ করে নিচ্ছে নিজেকে
বসন্তের শুরুতেই ।

সে ফিরিয়ে দিতে চাইছে পথ ভ্রষ্ট মানুষকে
তার পরিবার পরিজন
সাথে ভুলে যাওয়া সৃষ্টিকর্তাকে ।

স্মরণ করিয়ে দিচ্ছে মানুষের সীমাবদ্ধতা
বোকার মত দম্ভ আর অস্থির প্রতিযোগিতা
সবকিছু কতটা মূল্যহীন
ছোট্ট এক ভাইরাসের কাছে
ক্ষমতার দম্ভে দিকবিদ্বিক মানুষ কতাটা অসহায়।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন