আমার জনম গেল আর জনমে বাস করিলাম অন্য ঘরে
মায়ের বুকে চোখ মুদিলাম সকাল হল দেশান্তরে
পাখীরা গায় একই ভাষায়
একই লেখা গাছের পাতায়
লোকের ভাষায় ব্যাত্যয় আছে অর্থ কিন্তু একই ও রে
আমার জনম গেল আর জনমে বাস করিলাম অন্য ঘরে।
স্বদেশ আমার পরদেশে
ক্লান্তি এসে দিনের শেষে
মনকে তাড়ায় নিরুদ্দেশে
আখি করে টলোমলো জীবন কড়ির অশ্রু ভরে
আমার জনম গেল আর জনমে বাস করিলাম অন্য ঘরে।
ভালোবাসা খুঁজে ফিরে
ভালোই বাসা গড়েছি রে
তিন বেলা তায় বিড়াল ঘোরে প্রেয়সী রয় দীপান্তরে
জনম গেল আর জনমে বাস করিলাম অন্য ঘরে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন