নরওয়ে থেকে:-

মধ্য রাত এখন-
তাপমাত্রা হিমাঙ্কের মিটারে অনেক নিচের দিকে ,
রাস্তার পাশে ম্যান্ডাল নদীর জল বরফের চাদরে আচ্ছাদিত।
জোর হাওয়া আর কুয়াশার বাড়াবাড়ি থেমে গেছে একটু আগে-
সারাটা ম্যান্ডাল শহর মখমলের কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে নির্ধিদায়। 
হিমশীতল এই রাতে আমিই শুধু ঘুরে বেড়াই মান্ডালের পথে প্রান্তরে ,
আমি হলুদ পাঞ্জাবিওলা বিভ্রান্ত কোনো হিমু নোই,
আমি নিঃসঙ্গ একজন মানুষ, শরীফ আমার নাম,
অনেক বেশি বিশ্বাস নিয়ে আমি মান্ডালের পথে প্রান্তরে আত্মবিশ্বাস খুঁজে বেড়াই-
ঠিকে থাকবার আত্মবিশ্বাস, এগিয়ে যাবার আত্মবিশ্বাস, সুখী হবার আত্মবিশ্বাস।
হিমশীতল মধ্য রাত এখন-
কোনো কোলাহল নেই চারপাশে, নাই কোনো প্রতিযুগিতা, নাই কোনো অহেতুক হিংসা বিদ্বেষ।
শান্ত কোলাহলহীন এইসব রাতে প্রেরণা খুঁজে ফিরি আমি ,
আরো কয়েকটা বৎসর বেঁচে থাকবার প্রেরণা, সফল মানুষ হবার প্রেরণা, কাউকে সাথে নিয়ে ভালো কয়েকটা মুহূর্ত কাটানো প্রেরণা।
জানি একদিন সবই হবে-
কারো হাত ধরে হাঁটা কোনো মধ্যে রাতে নিঃসঙ্গতার লেশ মাত্র থাকবেনা তখন- হয়তোবা অনেক সফল একজন মানুষ হবো একদিন ,
প্রেরণাও খুঁজতে হবেনা তখন আর।
তবে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকিনা কেন !
মান্ডালের হিমশীতল এই সব রাতেরা যেন বেঁচে থাকে ,
বেঁচে থাকে যেন স্মৃতির পাতায় ভালোলাগার রাত্রি হয়ে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন