অবশেষে রূঢ় বাস্তবের কঠিন মাটিতে
মাথা ঠুকে ঠুকে সেই সুন্দর
সম্ভাবনটার সত্যই জন্ম হল।
শক্ত পাথুরে মাটির নীচ থেকে
নিজের অস্তিত্বকে প্রকাশ করতে হলে
শক্তি কিছুটা স য় করতে হবেই।
পাথরের মত শক্ত হৃদয়টার দূর্বলতম
স্থানটা খুঁজে বের করতেও
সময় ও স্বকৃয়তার প্রয়োজন।
শক্তির প্রয়োজন সেই শক্তমাটিতে
নিজের স্থানটাকে সুদৃঢ় করে নিবার।
ধর্ষিতা বাংলার মাটিতে বারন্তরে
বর্গীর হামলা সত্বেও গুল্মলতার
মাথা তুলে দাঁড়াবার দুর্জয় প্রতিজ্ঞা!
অযত্নে বর্দ্ধিত সেই গুল্মলতা
আজ ফুলে ফুলে ভরে গেছে
বাংলার পোড়া মাটির শ্রীহীনতাকে ঢেকে দিয়ে।
রক্তাভ পাঁপড়ির ফুলগুলো
আমারই আহত হৃদয়ের
অসংখ্য রক্তাক্ত ক্ষত।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন