মেঘে মেঘে কথা হয়, চড়ুই এর ঝাপটায়,
কথা হয় শিশিরের ভেজা সদ্য ফোঁটা শিউলিতে ঝড়া পাতায়,,,
কথা হয় অজস্র জোনাকির স্রোতের ধারায়,,,

কথা হয় আমাদের… আমাদের কথা হয়…

অদৃশ্য শক্তির উপাসনায়…
নীলাচলের তীব্র স্রোতের নৌকোর পালকি বয়ে যায়….
কখনো বা রাতের আকাশের ছোপ ছোপ আঁধারে
কথা হয় শেওলা-ছাতার ঘ্যাস ঘ্যাসে দেওয়ালের
ঝুলে থাকা ঐ নীলাভ আয়নায়,
রেললাইনের এধার – ওধার বয়ে জড়িয়ে ধরার বায়নায়,
কথা হয়, কথা হয়, কথা হয় চাঁদের আলোয়
কখনও বা আঙুলের ফাঁকে চুলের বাসনায়,
কখনও বা আলতো ছুঁয়ে দেখার বাহানায়,
আমাদের কথা হয়।

কথা হয় কানে কানে, কথা হয় ভেজা ঠোঁটে
কথা হয় তোমার আমার নীরব চাহনিতে,
একাকী মনের নির্জনতায়…….
বিশাল আকাশে গভীর অতন্দ্র সীমান্তের নীল কারাগারে।
যেখানে তুমি নাই আমি নাই, তুমি আছো আমি আছি,
কখনও ছিলাম না, কখনও হবোও না একান্তই কাছাকাছি…
তবু কথা হয় ঝড়ের আঘাতে শেষ ভাগের বিধস্ত শূন্য কাঠগড়ায়….
তখনও যেমন ছিলে না আমার, তেমন হও নি আমার, জানি হবেও না আমার…
হতে দিবে না এ ধরিত্রীর রুক্ষ পিশাচের দলের যাত্রীরা,,,

নীল অতলের দাঁড় প্রান্তে এসে
কথা হয় অবশেষে!
নিশ্চুপ সাদা টগর আর
খাটিয়ায় দাফনের স্তব্ধতায়…!!!®

নীলিকা নীলাচল***

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন