পৃথিবীর বুকে আনমনে আঁচড় কাটিতে কাটিতে
একখানি রমণীয় আদল ফুটিয়া উঠিল।
বিস্মিত আমি, 
কে তুমি ?
রবি ঠাকুরের নলিনী ?
নজরুলের নার্গিস ?
জীবনানন্দের বনলতা সেন ?
জন কিটস্ এর ফ্যানি ব্রন ?
শেলির হ্যারিয়েট ?
কে তুমি ?

সেই যে যৌবনের পদার্পণে,
নিত্য আড্ডা বিশু দাদুর চায়ের দোকানে ।
এক ব্যান্ডের ফিলিপস রেডিও,
বিশ্ব বিচিত্রায় ইংরেজি গান বাজে,
বিশু দাদু দুচোখ মুদিয়া মাথা দোলায় ।
ও দাদু, কিছু কি বোঝ ?
ফোকলা দাঁতে হাসে দাদু, বুঝি গো বুঝি,
ঐ তো একই কথা, ভালোবাসাবাসি ।
কেউ কি ছিলো ? দাদু উদাস নয়নে শূন্যে তাকায়, অজান্তেই অস্পষ্ট কন্ঠে বলে,,,,, রমলা ।

দাদু রমলা তে হারিয়ে যায়,
আমিও মাটির বুকে সেই রমণী আদলে হারাই,
ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করিয়া এখনো খুঁজিয়া বেড়াই,
কে তুমি ?
কোথায় তুমি ?

(ছবি :-Pinterest)

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন