ঘাস ফড়িংটা ধরতে গিয়ে
ছুটছে খোকা মাঠে
সকাল কখন পেরিয়ে গেছে
দেয়নি যে মন পাঠে।
মা হয়েছেন রাগ যে ভারী
বাবার কড়া সুর
মনটা যে আজ নেই ঘরেতে
ছুটছে বহু দূর ।
এত এত পড়ার ধকল
কতই বা আর সয়!
একটা সকাল নিলে  ছুটি
কি আর এমন হয়!
এমনি করেই কত সকাল
হয় যে খোকার পার
আসলে কাছে পরীক্ষা তার
তাই তো আসে জ্বর।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন