তুষার ঝরা দিনের শেষে
ফুটবে যখন গোলাপ
রাখবো সেটা যতন করে
বকছি নাতো প্রলাপ।

সঙ্গে যখন আনবে তুমি
নীল সাগরের ঢেউ
আনন্দেতে দুলবে এ মন
জানবে নাতো কেউ।

সূর্য যখন দেবে ঢেলে
সবটুকু তার আলো
দূর হয়ে যে যাবে তখন
নিকশ আঁধার কালো।

মাঠ ঘাট পথ বরফ সাদা
থমকে দাঁড়াই পথে
দিনের পরে দিনগুনি তাই
চড়তে সোনার রথে।

মনের মাঝে হাজার স্বপন
তাই তো শুধু ভাসে
অপেক্ষাতে আছি আমি
ফাগুন কখন আসে।।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন