বলতো ভালবাসা কাকে বলে?
যখন ছোট্ট শিশুটি মাকে পেয়ে কান্না ভোলে
হৃদয়ে সীমাহীন মায়ার মিছিল জোয়ার তোলে!
বলতো ভালবাসা কাকে বলে?
যখন ছেলেটি ঝাঁপ দেয় অফিস ফেরত বাবার কোলে
লুটোপুটি খেয়ে সে খুশিতে দোলে।

বলতো ভালবাসা কাকে বলে?
যখন ক্ষুধার্ত শিশুর মুখে মা দিনশেষে অন্ন ধরে তুলে
পিপাসা, ক্লান্তি, হতাশা, না পাওয়া- মা সব যান ভুলে।
বলতো ভালবাসা কাকে বলে?
যখন সন্তান তার সারাদিনের গল্প বলে
তার মাঝে হারান মা কল্পনার ছলে।

বলতো ভালবাসা কাকে বলে?
যখন কিশোর মুগ্ধ হয়ে থাকে চোখ মেলে
নতুনের আহ্বান তার চোখেতে খেলে ।
বলতো ভালবাসা কাকে বলে?
যখন ক্লান্ত যুবক এক এগোয় পথ পাবে বলে
নতুন পৃথিবী তার, চাপা কষ্ট দু’পায়ে দলে ।

বলতো ভালবাসা কাকে বলে?
যখন দীর্ঘ অপেক্ষায় বেকার প্রেমিকের চাকরি মেলে
প্রতীক্ষায় থাকা প্রেমিকা হাসে, খুশিতে তার হৃদয় দোলে!
বলতো ভালবাসা কাকে বলে?
যখন দুটি মনে সুর ও ছন্দ ঝঙ্কার তোলে
অলোক, ভূলোক, দুর্লোক সকলি দোলে
ডাকে তাকে অনির্বাণ- এসো ধরো হাত
ভালবাসি তোমাকে গো দিন কিবা রাত ।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন