এবার বসন্তে দেখা হবে টিউলিপ বনে
চেরিদের বাড়িতে পাতব তোমার আসন
উড লিলি না হয় নর্দান ব্ল ফ্লাগ তুলে
সাজাবো তোমার আগমনী পথ
আকাশের নীল নিয়ে লেপে দেবো চারপাশ
সমুদ্রের কাছ থেকে উদারতা তুলে এনে
ছুঁয়াবো তোমায়
তবু কি আসবে না তুমি?
এতটা বছর পরেও অভিমানী তুমি!

জিরো পয়েন্টের মনুমেন্ট
এখনও কাঁদে
বসন্ত স্পর্শ করে না তাকে
শুধু বেদনা
শুধু রুদ্ধশ্বাস কান্না
দিকভ্রান্ত মানুষের বোবা অশ্রু
তার সাথে সাথে
আমিও কাঁদি এই মনুমেন্টে

আবার ফুটবে চেরি,  মে ফ্লাওয়ার, হোয়াইট ট্রিলিয়াম
আবার আসবে বসন্ত তুষার ফুড়ে
অস্পষ্ট আকাশ আবার হবে নীল
জোছনায় আবার বসবে তারার মেলা
মাউন্ট রবসন, এসিনিবোইন মাথা তুলে
ছুঁয়ে দেবে আকাশ, নীল
পথে পথে প্রকৃতি ডাকবে  সেই মধুরক্ষণে
তখনও কি দুরে রবে
নায়াগ্রার জলপ্রপাত হয়ে!

কাব্যগ্রন্থ: এলোমেলো ভাবনা/পাওয়া যাবেঅমর একুশে বইমেলা ২০২০পরিবার পাবলিকেশন্সস্টল নং ২৭০


আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন