ভবের মাঝেই ভাবের পাগল। ভবের হাটে বেচাকেনা, আর ভাবের পাগল হবে না, তাইকি হয়?
বন্ধুরে কই পাবো সখি গো?
ও সখি আমারে বলো না,
আমার বন্ধু বিনে পাগল মনে,
বোঝাইলে বোঝে না।
শাহ্ আব্দুল করিম বন্ধু খোঁজে, আমিও খুঁজি, নিরন্তর খুঁজে ফিরি। ভবের হাটে খু্ঁজি, মন মাঝারে খুঁজি, ভাবনার মাঝে খু্ঁজি।
ভাবনায় খু্ঁজতে খুঁজতে অতল থেকে ভূতলে উঠে আসি। দেখা পাই কবি গুরুর।
তিনিও ভাবছেন…
সখি ভাবনা কাহারে বলে?
সখি যাতনা কাহারে বলে?
তোমরা যে বলো দিবস-রজনী ভালোবাসা ভালোবাসা – সখি ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়,,,,,,
ভাবনার মাঝে ভালবাসা, তার মাঝেও যাতনা!! যাতনা থাকলেও ভালবাসা হয়। পোড়ামন তবুও ভালবাসে, আনন্দে ভাসে,,,,
” মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন অকারণ হরষে “।
সহসা একদিন হরষও বিষাদে হারায়। আবারো মন ভাবনায় পড়ে, অনিশ্চয়তার দোলায় দোল খেতে খেতে, নিস্তব্ধ এক রাতে, স্বপ্নালোকের অজানা কোন এক স্টেশন থেকে উঠে পড়ি, রবি ঠাকুরের গদ্য কবিতার ট্রেনে।
…………..
……………………………………
” আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে —
কিছুই কি নেই বাকি?
এইটুকু রইলেম চুপ করে ;
তারপর বললেম,
‘রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে’।
খটকা লাগলো,কি জানি বানিয়ে বললেম নাকি।


Get $10 Extra Off + 10% Discount & Free Shipping on All Orders

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন