মাকে আমার পড়েছে মনে
আজকে সারা রাত
জ্বরের ঘোরে চেয়েছি শুধু
পরশমাখা হাত!

ছোট্ট যখন ছিলাম আমি
বাজিয়ে পায়ের মল
মায়ের আদর সবটা নিতে
করেছি কত ছল।

অভিমানে ঠোঁট ফুলিয়ে
যেতাম পুকুর পাড়ে
মাও যেতেন পিছু পিছু
কাজ ফেলে যে ঘরে।

প্রতি ঈদে বানিয়ে দিতেন
রঙিন জামা কত
বায়না আমার ফুরাতো না
পেয়েও ফিতা জুতো ।

মা যে আমায় দিয়েছিলেন
পড়িয়ে পায়ে মল
বুকের মাঝে বাজে সে সুর
এখন অণু পল।

হয়নি বলা মাকে আমার
তোমায় ভালবাসি
দেখতে আমি পাইনা যে আর
মায়ের মুখের হাসি।

মা যে আমায় ছেড়ে গেছেন
আজ যে বহু দূর
কোথায় গেলে পাব তারে
কোন সে অচিনপুর !!

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন