চলো সমদ্রস্নানে যাই
সাবধানে পা রেখ বালুরাশিতে।
দেখবে উত্তাল প্রমত্তা ঢেউ এসে
নিভে যাচ্ছে তোমার পায়ের কাছে।
বুঝে নিও তুমি স্বর্গের দেবী
তোমাকে কুর্নিশ করছে সাগরের ঢেউ
আর গোধূলিবেলায়
লজ্জায় লাল হচ্ছে সূর্য্য।
সে আলোয় তুমি আরো মোহময়ী
দাঁড়িয়ে আছো যেন স্বপ্নের দরজায়-
টোকা দাও যদি
খুলে যাবে অবারিত ভালবাসার জগত।
এই দেখ সমুদ্রও ছুতে চায় তোমাকে
তোমার দু’পা যখন ছুঁয়ে যায় যেন
জ্বলে ওঠে সাদা হীরা
প্রজাপতি ওড়ে তার পাশে।
সমুদ্রের পানিতে নেমে এসো
এখানে ভেজা চুলে
সর্বগ্রাসী ভাস্কর্য্যরে মতো তুমি।
তখন বেড়ে যায় সমুদ্রের গর্জন
ঝড় তোলে এলোমেলো বাতাস
বালুরাশি হেসে ওঠে চিক চিক।
আর আমি?
কবিতার খাতায় আঁকি তোমাকে।

আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন

আপনার মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন